ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫২

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪
সৌদিতে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫২ ছবি: প্রতীকী

রিয়াদঃ মিডল ইস্ট রিস্পারেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জনে দাড়িয়েছে। গত সোমবার পর্যন্ত এ সংখ্যা ছিল ১৪৭।



এদিকে স্বাস্থ্য ও সংক্রামক ব্যাধি সংক্রান্ত বিশেষজ্ঞগণ মার্স ভাইরাসের প্রকোপের বিষয়ে সমাধান পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দেখা করেছেন।

এদিকে মার্স ভাইরাস প্রতিরোধে সৌদি শিক্ষামন্ত্রী যুবরাজ খালিদ আল ফয়সাল প্রতিটি স্কুলে মেডিকেল সুবিধা সম্বলিত একটি কক্ষ রাখার জন্য নির্দেশ জারি করেছেন। এছাড়া স্কুল কর্তৃপক্ষকে সার্বক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

অন্যদিকে সৌদি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সাবান, টিস্যু পেপার এবং ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য জীবাণু নাশক টয়লেট টিস্যুও বিতরণ শুরু করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মার্স ভাইরাসের বিরুদ্ধে প্রচারণার ক্ষেত্রে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের এমন উদ্যোগ এ প্রচারণাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞগণ সৌদি আরবে সম্প্রতি বিস্তারকারী ‘করোনা ভাইরাস’ নিয়েও উদ্বেগ প্রকাশ করে জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক জরুরী অবস্থা জারীর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক কিজি ফুকুদা বুধবার এক সংবাদ সম্মেলনে এব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।

সম্প্রতি মার্স ভাইরাস সৌদিআরবে বড় ধরনের আঘাত হেনেছে। দিন দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সৌদি প্রবাসী সকল বাংলাদেশীকে এই ভাইরাসের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান হয়েছে।

বাংলাদেশ সময় : ২২১২ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।