ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংককে বন্দুক হামলায় নিহত ২, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ১৫, ২০১৪
ব্যাংককে বন্দুক হামলায় নিহত ২, আহত ২২ ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী প্রতিবাদ শিবিরে হামলার ঘটনা ঘটেছে।

এতে সরকার বিরোধী ‍আন্দোলনের দুই কর্মী নিহত ও ২২ জন আহত হয়েছেন।



প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সেদেশের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ব্যাংকক শহরের গণতন্ত্র সৌধের কাছে সরকারবিরোধী আন্দোলন শিবিরে বন্দুক হামলা ও গ্রেনেড বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই স্থানে জমায়েতকারীরা সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইংলাক সিনায়াত্রার অনুগত কেবিনেটকে অপসারণ করে নতুন কেবিনেট গঠনের দাবিতে এ আন্দোলন করছে।

ইংলাক সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলনকর্মীরা প্রতিবাদ শিবির করার পর গত নভেম্বর থেকে থাইল্যান্ডে অন্তত ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

এদিকে, ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সরকার ও বিরোধী উভয়পক্ষ রাজপথে নেমে এসেছে এবং বিভিন্ন সহিংসতার সৃষ্টি করছে।

ব্যাংকের একটি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক জানিয়েছেন আহতদের অনেকের অবস্থা গুরুতর।

সংবাদ সংস্থা এএফপিকে থাইল্যান্ডে পুলিশের এক কর্মকর্তার মেজর ওয়ালপ প্রার্থামমুয়াং বলেছেন, নিহতদের একজন গণতন্ত্র সৌধের পাশে ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হয়ে মারা যায়। অপরজন প্রতিবাদ শিবিরের নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।