ঢাকা: নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক পদে পরিবর্তনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্বাহী সম্পাদক পদে জিল অ্যাব্র্যামসন’র স্থলে ৫৭ বছর বয়সী পত্রিকাটির ম্যানেজিং এডিটর ডেন ব্যাকুয়েট’র নাম ঘোষণা করা হয়েছে।
হঠাৎ এ পরিবর্তনের পেছনে কি কারণ তা জানা যায়নি। এছাড়া নিউইর্য়ক টাইমস কোম্পানির চেয়ারম্যান আর্থার সুলজবার্জারও (জুনিয়র) এ বিষয়ে কোনো কারণ জানাননি।
৬০ বছর বয়সী অ্যাব্র্যামসন ২০১১ সালে নিউইর্য়ক টাইমসে যোগদান করেন।
এক বিবৃতিতে অ্যাব্র্যামসন বলেন, নিউইর্য়কে টাইমসে আমি আমার কাজ উপভোগ করেছি। বিশ্বের শ্রেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আমি এখানে কাজ করতে পেরেছি।
নতুন এ পরিবর্তনের ফলে এই প্রথম কোনো অ্যাফ্রো-আমেরিকান হিসেবে নিউইর্য়ক টাইমসের কোনো শীর্ষ পদে কাজ করা সুযোগ পেলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী ব্যাকুয়েট।
এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর পুঁজিবাজারে নিউইর্য়ক টাইমসের শেয়ারের দর ৪ শতাংশ কমে ২৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ১৫, ২০১৪