ঢাকা: ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার চার নং জাতীয় মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষে একটি ওষুধ কোম্পানির নয় কর্মী ও গাড়ির চালক নিহত হয়েছেন।
গুজরাটের অঙ্কলেশ্বর আঞ্চলিক পুলিশের কর্মকর্তারা জানান, সুরত থেকে বারুচগামী একটি ভারি পণ্যবাহী ট্রাক জাতীয় মহাসড়কের পানোলি জিআইডিসি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা ভবানগরগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটিসহ অপর একটি জীপের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকটির। এতে জীপটিতে থাকা ওষুধ কোম্পানির নয় কর্মী নিহত হন। একইসঙ্গে নিহত হন বাসটির চালক।
আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১৪