ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের উপজাতীয় এলাকায় পোলিও টিকা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ১৫, ২০১৪
পাকিস্তানের উপজাতীয় এলাকায় পোলিও টিকা বাধ্যতামূলক

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, কেন্দ্রনিয়ন্ত্রিত উপজাতীয় এলাকায় পোলিও টিকা বাধ্যতামূলক করার কাজে দেশটির সেনাবাহিনীকে নিয়োজিত করবে তার সরকার।

বৃহস্পতিবার দেশটির পোলিও নির্মূল করণ কর্মসূচির প্রধান সমন্বয়ক আয়েশা রেজা ফারুক তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।



বৈঠকে আয়েশা রেজা বলেন, কেন্দ্র ও প্রাদেশিক সরকারের আন্তরিকতায় দেশে পোলিও নির্মূল অভিযান সফল হয়েছে।

এ সময় নওয়াজ শরীফ বলেন,পাকিস্তানের কোনো বাবা-মা যাতে তার সন্তানদের পোলিও আক্রান্ত না দেখেন সে জন্য তার সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে।
দেশ থেকে পোলিও নির্মূল করার জন্য সবার পারস্পরিক সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেন পাক প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় : ২০৫০ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।