ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামনে শুভ দিন, ভাদোদরায় মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৬, ২০১৪
সামনে শুভ দিন, ভাদোদরায় মোদী

ঢাকা: ভারত জিতে গেছে, সামনে কেবল শুভ দিন, এই শুভ দিন আনার সুযোগ করে দেওয়ার কৃতিত্ব জনগণকে দিলেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের ফলাফল ঘোষণার পর গুজরাটের ভাদোদরায় আয়োজিত বিজয়-ৠালিতে জনতাকে এ কৃতিত্ব দেন তিনি।



মোদী বলেন, মনোনয়ন জমা দেওয়ার পর আমি কেবল আপনাদের ৫০ মিনিট সময় দিয়েছি, আর আপনারা আমাকে দিয়েছেন পাঁচ লাখ ৭০ হাজারেরও বেশি ভোট।

তিনি বলেন, এই জয় জনতার, এই জয় ভারতের। সামনে শুভ দিন, এই শুভ দিন আনার সুযোগ করে দেওয়ার কীর্তি জনগণের। ‍আমি এখানে এসেছি কেবল জনতাকে স্যালুট ও কৃতজ্ঞতা জানাতে।

তিনি আরও বলেন, গণমাধ্যম চেয়েছিল আমি কিছু বলি, কিন্তু আমি এ দিনটির অপেক্ষায় ছিলাম। জনতাকে ধন্যবাদ আমার ধৈর্যের পুরস্কার দেওয়ায়।

ভারতের ১৬তম জাতীয় নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে শুক্রবার বেলা সোয়া ১২টা নাগাদ ৫৪৩টি আসনেরই খসড়া ফলাফল ঘোষণা করা হয়।

এতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৩৬ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৫৯ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৪৮টি আসন।   বিজেপি একাই জিতেছে ২৮৪ আসনে।

তৃতীয় স্থানে রয়েছে এডিএমকে। তারা জিতেছে ৩৭টি আসনে। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ৩৪টি আসন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।