ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৪
মোদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

লন্ডন: ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র দামোদর ভাই মোদীকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
 
প্রধানমন্ত্রীর অফিস ১০ ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকালে ক্যামেরন-মোদি এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনকে ইতিহাসের বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন মন্তব্য করে নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের ভোটাধিকার প্রয়োগেরও প্রশংসা করেন।

টেলিফোন করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ব্রিটেন সফরে প্রধানমন্ত্রীর যেকোনো আমন্ত্রণ তিনি আনন্দচিত্তে গ্রহণ করবেন।

ফোনালাপে দুই নেতা ব্রিটিশ-ভারত পারষ্পরিক সম্পর্কের গুরুত্ব বিষয়ে একমত পোষণ করে আগামীতে এই সম্পর্ক আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।