ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে ফোন ওবামার, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৪
মোদীকে ফোন ওবামার, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদী ও বারাক ওবামা

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ‘মৌলবাদী’ নরেন্দ্র মোদীকে অনেকটা অচ্যুত করে রেখেছিল যুক্তরাষ্ট্র প্রশাসন। বেশ কিছু অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও ভিসা জটিলতায় মার্কিন মুলুকে পা রাখতে পারেননি মোদী।

এবার সেই মোদীকেই ফোন করে অভিনন্দন জানাতে হলো মার্কিন প্রেসিডেন্টকে।

শুক্রবার ভারতের ষোড়শ সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় মোদীর দল বিজেপি। এরপর রাতেই মোদীকে ফোন করে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটন পরিদর্শনের নিমন্ত্রণ জানান বারাক ওবামা।  

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনে বিজয়ে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওবামা যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, দুই গণতান্ত্রিক দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।  

২০০২ সালের গুজরাট দাঙ্গার পর যুক্তরাষ্ট্র ভ্রমণে মোদীর ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই বিষয়টি সম্পর্কে স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তা বলেন, যে ভিসার জন্য মোদীর সঙ্গে সম্পর্ক আটকে আছে সেটি অতীতের বিষয়। নন-ইস্যু।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।