সার্বিয়ায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়েছে।
শনিবার দেশটির বালকান শহরের একটি স্কুলে আটকে পড়া শত শত নাগরিককে মুক্ত করতে সেনাবাহিনী বেরিয়ে পড়েন। শহরের প্রধান প্রধান সড়ক এখন ২-৩ মিটার পানির নিচে তলিয়ে গেছে।
দেশটির প্রধান নদী সাভা’র পানির ক্রমাগত বাড়ছে। এর ফলে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হুমকির মধ্যে পড়েছে।
বন্যায় পাশ্ববর্তী দেশ ক্রোয়েশিয়াও প্রভাবিত হচ্ছে।
বিবিসি খবরে বলা হচ্ছে, গত কয়েকদিনে দেশটিতে তিনমাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বন্যার পানি নদীর বাঁধ ভেঙ্গে পড়ছে, মানুষজনের ঘরবাড়ি তলিয়ে দিচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সার্বিয়া ও বসনিয়াশহ অনেক শহরে ‘ফ্ল্যাড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৪