সিউল: দুই কোরিয়ার সেনা কর্মকর্তারা কোনো ফলাফল ছাড়াই বুধবার দুদিনের আলোচনা শেষ করেছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য প্রকাশ করে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করে বলা যাবে না। তবে পরবর্তী আলোচনার জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি।
২৩ নভেম্বর দণি কোরিয়ার একটি দ্বীপে উত্তর কোরিয়ার হামলার পর সীমান্তঅঞ্চলীয় গ্রাম পানমুনজমে এটা ছিল প্রাথমিক পর্যায়ের আলোচনা। সে হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়।
বাংলাদেশ সময় ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১