মস্কো: রাশিয়ার এক-তৃতীয়াংশ নাগরিকের বিশ্বাস সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। বুধবার প্রকাশিত নতুন একটি জরিপে এ তথ্য জানা গেছে।
জরিপে দেখা গেছে, রাশিয়ার দুই তৃতীয়াংশ নাগরিক সূর্যকেন্দ্রীক সৌরম-ল তত্ত্ব বাতিল করে দিয়েছে। এটা ২০০৭ সালে পরিচালিত জরিপের চেয়ে বর্তমান ফলাফল চার শতাংশ বেশি।
জরিপটি পরিচালনা করে রাশিয়ার জনমত গবেষণা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠান।
জরিপে বৈজ্ঞানিক কুসংস্কারের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এরই মধ্যে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদমেদেভ জাতীয় লুনার ও গভীর মহাকাশ কর্মসূচির আহ্বান জানিয়েছে।
জরিপে আরও দেখা যায়, ৫৫ শতাংশ মানুষ বিশ্বাস করে তেজষ্ক্রিয়তা মানব জাতির উদ্ভাবন। ২৯ শতাংশ লোকের বিশ্বাস ডাইনোসরের যুগেও মানুষ ছিল।
উল্লেখ্য, মাত্র এক হাজার ছয়শ মানুষের ওপর এ জরিপটি পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১