ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সমালোচনায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
যুক্তরাষ্ট্রের সমালোচনায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী

কায়রো: মিশরের জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের অহবান জানানোয় তাদের সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল আহমেদ খেইট। খবর বিবিসি।



মার্কিন টেলিভিশন সংস্থা পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সংস্কার সাধনে চেষ্টা করা হলে তা বিপদজনক হয়ে ওঠতে পারে এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সময় প্রয়োজন।

তিনি বলেন, ‘যখন আপনি বলেন দ্রুত, অল্প সময়ে তখন মনে হয় মিশরের ওপর আমেরিকা কিছু একটা চাপিয়ে দেওয়ার সেষ্টা করছে। ’

এদিকে মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবি আদায়ে জোরদার হচ্ছে আন্দোলন। বুধবার বিক্ষোভকারীরা পার্লামেন্টের প্রবেশদ্বার অবরোধ করেছে। দেশজুড়ে ধর্মঘট পালন করেছে শ্রমিক ইউনিয়নগুলো।

তাছাড়া, কায়রোর ৩শ মাইল দক্ষিণ নিউ ভ্যালি প্রদেশে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।

গত ২৫ জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।