লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে হারার পর সোমবার বৈঠকে বসেছে কংগ্রেস। বৈঠক নিয়ে ভারতের রাজনীতিতে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।
খবরে বলা হয়, বৈঠকে সম্প্রতি শেষ হওয়া সাধারন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ চুলচেরা বিশ্লেষণ করা হবে। নেতাদের কাছে ব্যর্থতার ব্যাখ্যা চাওয়া হবে।
অন্যদিকে ব্যর্থতার দায় নিয়ে রাহুল-সোনিয়া পদত্যাগ করতে পারেন এমন খবর ছড়িয়ে পড়ে গতকাল ভারতের মিডিয়াগুলোতে। আজ বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরা পদত্যাগ করতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে।
৪৪ সদস্য বিশিষ্ট ওয়ার্কিং কমিটি কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারণী হিসেবে কাজ করে থাকে। কংগ্রেস যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এ কমিটির ওপর ভর করে থাকে।
তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কংগ্রেস থেকে কিছুই বলা হয়নি। ইতোমধ্যে দলের ভেতরে ও বাইরে কংগ্রেসের হারের ময়নাতদন্ত শুরু হয়ে গেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল বলেন, পার্টির হারের জন্য আমিসহ দলের সবাই দায়ী। এ ধরনের ফলাফলের দায় কখনো একজনের ওপর বর্তায় না। এটি দলগতভাবে সবারই ব্যর্থতা।
এছাড়া বৈঠকে আগামী দিনে কংগ্রেসকে কিভাবে চাঙ্গা করা যায় সে ব্যাপারে আলোচনা হবে।
এ প্রতিবেদন লেখার সময় বৈঠক শুরু হয়। বৈঠকে দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত আছেন।
উল্লেখ্য, সাধারন নির্বাচনে কংগ্রেস ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪টি আসন লাভ করে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৪