ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর কোনো আলোচনার প্রয়োজন নেই: উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
আর কোনো আলোচনার প্রয়োজন নেই: উ. কোরিয়া

সিউল: দুই কোরিয়ার সম্পর্কোন্নয়ন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনীর ব্যাপারে সিউলের সঙ্গে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দক্ষিণ কোরিয়ার আচরণকে ‘বিশ্বাস ঘাতকতা’ উল্লেখ করেছে।



সম্প্রতি বিরাজমান উত্তেজনা নিরসনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সামরিক পর্যায়ের আলোচনা ভেঙে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা এবং একত্রীকরণ মন্ত্রণালয়কে দায়ী করেছে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ।

উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায়, ‘আমাদের জনগণ এবং সেনাবাহিনী অন্যদের চেয়ে শান্তিপ্রিয়। আলোচনার জবাবে আলোচনায় এবং সংঘর্ষের জবাব সংষর্ষের মাধ্যমে দেওয়াই আমাদের ঐতিহ্য। ’

গত বছর উত্তরের টর্পেডো হামলায় দণি কোরিয়ার চিওনান জাহাজ ডুবিতে ৪৬ নাবিকের মৃত্যু এবং ২৩ নভেম্বর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণের ৪ জনের মৃত্যুর ঘটনায় পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।