ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরায় দুর্লভ ছবি

ধৈর্য্যশীল সারসের ফড়িং শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
ধৈর্য্যশীল সারসের ফড়িং শিকার

টেক্সাস: সারস পাখির জগতে তাদের ধৈর্য্যের ব্যাপারটি অত্যন্ত সুবিদিত, এই ‘নাটিকা’য় তারই একটি প্রমাণ পাওয়া গেছে এক আলোকচিত্রীর ক্যামেরায়।

সারসের লম্বা ঠোঁটের সামনে এসে আনমনে দুটি ফড়িং নাচানাচি শুরু করে।

ফড়িং দুটো এক সময় ঠোঁটের অত্যন্ত কাছাকাছি চলে আসে। আবার দূরে যায়, কাছে আসে। উড়ে যায়, কাছে আসে। যায়, আসে। তবে এরই মধ্যে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে থাকে সারস।

এই নাটকটি চলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ভিলেজ ক্রিক উদ্যানের একটি ডালে।

ওয়াইল্ড লাইফ আলোকচিত্রী স্টিভ হুইলার (৫৩) যিনি নাটকীয় মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন তিনি বলেন, ‘সারসটাকে দেখামাত্র আমি আমার লেন্সকে তার দিকে ঘোরাই এবং আমি এতোটাই মুগ্ধ ছিলাম যে, কিছুক্ষণের জন্য ক্যামেরার শাটার চাপতেও ভুলে গেছিলাম। ’

সারস খুব গোপনে পানির কিনার ঘেঁষে ধীরে ধীরে চলছিল। ফড়িং দুটো পুরোপুরি বাগে আসার আগে সেগুলো সারসের খুব পাশ ঘেঁষে উড়ছিল। আর এটা ছিল সারসের স্বপ্নপুরণ হওয়ার মতো ব্যাপার। ফড়িং দুটো তার খুব কাছাকাছি চলে আসা মাত্র সে তার ঠোঁট দুটো হাঁ করে একটাকে ধরে ফেলল।

আলোকচিত্রীর ভাষায়, ‘নাটিকাটি দেখার সময় মনে হচ্ছিল, আমি কালের গহ্বরে হারিয়ে গেছি। সময়ের গতি অত্যন্ত ধীর হয়ে গেছে। ’

হুইলার বলেন, ‘কম্পিউটারে নেওয়ার পর দেখলাম, সারসটির প্রথম আক্রমণ এবং ফড়িংটাকে গিলে ফেলা পর্যন্ত মাত্র ৪৩ সেকেন্ড সময় লেগেছিল। ’

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।