ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করতে ন্যাটোর আহবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ২০, ২০১৪
ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করতে ন্যাটোর আহবান ছবি: সংগৃহীত

ঢাকা : ইউক্রেনের পূর্ব- সীমান্ত থেকে সৈন্য ফিরিয়ে নিতে রাশিয়‍ার প্রতি অনুরোধ জানিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৈন্য ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত এর কোনো আলামত দেখা যাচ্ছে না বলে দাবি করেছে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো।



এর আগে গতকাল সোমবার পুতিন তার দেশের সেনাদের শিবিরে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
তিনি আরও জানান, সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে এবং সব সৈন্য ফিরিয়ে নিতে কিছু সময় লাগবে।

কিন্তু মস্কোর এ দাবির এক ঘণ্টা পর ন্যাটোর মহাসচিব এ্যন্ডারস ফগ রাসমুসেন বলেছেন, পুতিনের সৈন্য প্রত্যাহারের কোনো আলামত দেখা যাচ্ছে না।
তিনি আরো বলেন, এটি পুতিনের সৈন্য প্রত্যাহারের তৃতীয় ঘোষণা । এর আগেও তিনি এরকম ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করেননি।

এ দিতে ওবামা প্রশাসনও রাশিয়ার এ ঘোষণাকে সন্দেহের চোখে দেখছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, মে ২০, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।