ঢাকা: উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা অন্তত অর্ধশত গ্রামবাসী হত্যা করেছেন।
মঙ্গলবার রাতের শেষভাগে আলাগার্নো গ্রামে অতর্কিত হামলা চালিয়ে তারা লুটপাট চালায় এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।
এর আগে এপ্রিল মাসে বোকো হারাম ২২৩ জন স্কুলছাত্রীকে অপহরণ করে। এ সময় ৫০ জন ছাত্রীকে বোকো হারামের সদস্যরা বিয়ে করেন।
এদিকে, বোকো হারামের কারাবন্দি সদস্যদের মুক্তি দিলে এ সব স্কুলছাত্রীদের ছেড়ে দেওয়া হবে বোকো হারাম প্রস্তাব দিলেও নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন তা নাকচ করে দেন।
নাইজেরিয়া ও এর চার প্রতিবেশী দেশ ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২২, ২০১৪