ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে আইনজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে আইনজীবীরা

বাগদাদ: মিশর ও তিউনিসিয়ার সরকার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণায় বৃহস্পতিবার ইরাকে দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ করেছে বেশ কয়েকশ আইনজীবী। খবর এএফপির।



এর একদিন আগে ইরাকের দুর্নীতিবিরোধী কমিশনের প্রধান মন্তব্য করেন, মন্ত্রীরা তাদের দপ্তর দুর্নীতিতে ছেয়ে ফেলেছেন। বিক্ষোভকারীরা বাগদাদ, কারবালা, কুট, রামাদি ও আমারা শহরে একযোগে এ মিছিলে অংশ নেয়।

বাগদাদে প্রায় ৫০০ লোক সরকারের প্রতি আহ্বান রেখে বলে, ‘গোপন কারাগার খুলে দিয়ে আটক ব্যক্তিদের আইনী সেবা পাওয়ার  সুযোদ করে দিতে হবে। একইসঙ্গে দুর্নীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জোরদার পদক্ষেপ নিতে হবে। ’ বিক্ষোভকারীদের বেশিরভাগই আইনজীবী।

বাগদাদ আইনজীবী পরিষদের মুখপাত্র খাদিম আল জুবাইদি বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। ’

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরাকের নিরাপত্তা বাহিনীর গোপন কারগার রয়েছে, যেখানে আটক ব্যক্তিদের আইনী সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হয় না। তবে এ অভিযোগ ইরাকি সরকার নাকচ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।