ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দোনেৎস্কে ১১ ইউক্রেনীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ২২, ২০১৪
দোনেৎস্কে ১১ ইউক্রেনীয় সেনা নিহত

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক শহরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১১ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা দোনেৎস্কের  চেকপয়েন্ট ভোলনোভাখায় ভয়াবহ এ সন্ত্রাসী হামলা চালায়।



‌আন্তর্জাতিক গণমাধ্যম এপি জানিয়েছে নিহতের সংখ্যা ১১জন । অপরদিকে  রাশিয়ার একটি ওয়েব সাইট লাইফনিউজ দাবি করেছে   হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

এ দিকে আগামী রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ভেক্টর ইয়ানুকোভিচ ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।

অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সীমান্ত থেকে ৪০ হাজার সৈন্য ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর সেখানের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা,মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।