ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে বিমান বিধ্বস্ত: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ফেব্রুয়ারি ১০, ২০১১
আয়ারল্যান্ডে বিমান বিধ্বস্ত: নিহত ৬

লন্ডন: আয়ারল্যান্ডের কর্ক বিমানবন্দরের রানওয়েতে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বিমান আছড়ে পড়ে ছয়জন নিহত হয়েছে। ঘন কুয়াশার মধ্যে বিমানটি অবতরণের চেষ্টা করায় দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।



বেলফাস্ট থেকে ১২ জন যাত্রী নিয়ে বিমানটি উত্তর আয়ারল্যান্ডে যাচ্ছিল। বিধস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এর আগে তিনবার অবতরণের চেষ্টা করে।

কর্ক কাউন্টি কাউন্সিলের টম সুলিভান বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, ছয়জন নিহত ও বাকি ছয়জন হাসপাতালে রয়েছে। ’ পুলিশও একই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত হওয়ার পর সাদা-নীল রঙের বিমানটির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আইরিশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ আসন বিশিষ্ট ফেয়ারচাইল্ড মেট্রোলাইনার এসডব্লিউ৪ বিমানটি ১০ যাত্রী ও দুইজন ক্রু বহন করছিল।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।