ঢাকা: নাইজেরিয়ার অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারে দেশটির প্রতিবেশি চাডে বিমান বাহিনীর ৮০ সদস্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে পেন্টাগনের নির্দেশে তারা স্কুলছাত্রীদের উদ্ধারে ‘মিশন’ শুরু করেছে বলেও জানানো হয়েছে।
মার্কিন বিমান বাহিনীর আফ্রিকা কমান্ডের মুখপাত্র চাক রিচার্ড বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ইতোমধ্যে বিমান বাহিনীর ৮০ সদস্যকে চাডে মোতায়েন করা হয়েছে। তবে চাডের ঠিক কোথায় তাদের মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
এর আগে, চাডে বিমান বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি এক চিঠিতে কংগ্রেসকে জানান প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেন, এই বিমান সেনারা নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় উদ্ধার অভিযান চালাতে গোয়েন্দা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবে।
গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তরাঞ্চল থেকে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বোকো হারাম।
সংগঠনের যোদ্ধাদের মুক্তির বিনিময়ে ওই স্কুলছাত্রীদের মুক্তি দেওয়ার কথা জানানো হয়। যদিও বোকো হারামের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন।
মঙ্গলবার রাতের শেষভাগেও উত্তরাঞ্চলের আলাগার্নো গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে বোকো হারাম।
এর আগে, এদিন দুপুরে মধ্যাঞ্চলীয় শহর জোসে জোড়া বিস্ফোরণের ঘটনায় শতাধিক লোক নিহত হয়। এ বিস্ফোরণের জন্যও বোকো হারামকে দায়ী করা হয়।
মধ্য আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বোকো হারামের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। তবে গত কিছু সপ্তাহ ধরে সংগঠনটির কার্যক্রম বেপরোয়া হয়ে ওঠায় নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ২২, ২০১৪