ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

‘অ্যাসাঞ্জ আমার বিড়ালকে নির্যাতন করেছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, ফেব্রুয়ারি ১০, ২০১১
‘অ্যাসাঞ্জ আমার বিড়ালকে নির্যাতন করেছে’

বার্লিন: ড্যানিয়েল ডমসিট-বার্গ তার ‘ইনসাইড উইকিলিকস’ বইয়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আস্যাঞ্জকে অনেক বিষয়েই অভিযোগ করেছেন যার মধ্যে তার বিড়ালকে নির্যাতন করার কথাও রয়েছে। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান।

খবর এএফপি।

এই বইয়ে তিনি বলেন, ‘জুলিয়ান সবসময়ই কর্তৃত্বের জন্য লড়াই করত এমনকি আমার পোষা বিড়াল হের স্মিতের সঙ্গেও।   জুলিয়ান যখন উইসব্যাডেনে আমার সঙ্গে থাকত তখন আমার বিড়াল মানসিকভাবে সুস্থ্য থাকত না। জুলিয়ান প্রায়ই তাকে আক্রমণ করত। এছাড়াও বিড়ালটিকে  ধরতে সে তার আঙ্গুল দিয়ে খামচে ধরত। ’

হের স্মিত (বিড়াল) মাঝে মাঝে তার পা দিয়ে সজোরে লাথি দিয়ে এই ‘উন্মাদ অস্ট্রেলিয়ার’ কাছ থেকে ছাড়া পেতে চাইত। ‘এই সময়গুলো বিড়ালটির জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ’

জার্মান ভাষায় লেখা এই বইটির পুরো নাম ‘ইনসাইড উইকিলিকস: মাই টাইম উইথ জুলিয়ান অ্যাসাঞ্জ। শুক্রবার থেকে বিশ্বের ১২ টি দেশে বইটি প্রকাশিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।