ঢাকা: প্রতিদিন যত্ন করে ভালো ভালো খাবার রেঁধে স্বামীকে ডিনার করান স্ত্রী নাজার। একদিন এর ব্যতিক্রম ঘটলো হঠাৎ।
এমনই অমানবিক ঘটনা ঘটেছিল আমেরিকায়। ৭৫ বছর বয়সেও রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন নি নূর হুসাইন। মাংসের পরিবর্তে ডাল দিয়ে ডিনার করানোয় স্ত্রীকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে।
এ বিষয়ে নিউইর্য়কের এক আইনজীবী জানান, ২০১১ সালের ওই ‘হত্যাকাণ্ড’র ঘটনার জন্য বুধবার তাকে ব্রুকলিনের এক আদালতে হাজির করা হয়েছে।
আইনজীবী বলেন, মাংসের পরিবর্তে ডিনারে ডাল পরিবেশন করায় রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে স্ত্রী নাজার হুসেইনকে (৬৬) হত্যা করেন নূর হুসাইন।
এ বিষয়ে প্রতিরক্ষা বিষয়ক অ্যাটর্নি জেনারেল জুলিয়া ক্লার্ক বলেন, হুসাইন তার স্ত্রীকে মেরেছেন বিষয়টি ঠিক, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেন নি।
তবে এ বিষয়ে বিরোধিতা করে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল সাবিহা মাদনি বলেন, ইচ্ছাকৃতভাবেই স্ত্রীকে হত্যা করেছেন নূর হুসাইন। স্ত্রীকে নিয়মতান্ত্রিক উপায়ে রাখার মতো মানুষ নন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪