নয়াদিল্লি: ভারতীয় সরকারের সঙ্গে বৃহস্পতিবার আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করেছে দেশটির বিদ্রোহী দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট আসাম (উলফা)। একই উদ্দেশ্যে দলটি সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রি পি. চিদাম্বরম এবং স্বরাষ্ট্র সচিব জে কে পিল্লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে বলে দলের নেতা শশধর চৌধুরী জানান।
ভারতের প্রত্যন্ত আসাম রাজ্যে তিন দশকের রক্তক্ষয়ী সংঘর্ষ অবসানের উদ্দেশ্যে প্রথমবারের মতো এ উদ্যোগ নিল ভারতের অন্যতম প্রধান এ বিদ্রোহী দলটি।
উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এ আলোচনার বিষয়ে আশাবাদী এবং এর মধ্য দিয়ে আসামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলে আমরা আশা করছি। ’
গত সপ্তাহে উলফা নয়াদিল্লির সঙ্গে এ শান্তি আলোচনার প্রস্তাব করে। আলোচনাকে সামনে রেখে এরইমধ্যে দলের অনেক কারাবন্দী নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক ‘গঠনমূলক’ হবে বলে উলফার ‘পররাষ্ট্র সচিব’ শশধর চৌধুরী এক সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন।
তবে উলফার কমান্ডর-ইন-চিফ পরেশ বড়–য়া সোমবারের এ উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। এটি ধারাবাহিক এ শান্তি আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আসামের আদিবাসী জনগোষ্ঠীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৭৯ সাল থেকে উলফা লড়াই করে আসছে। সরকারের সঙ্গে বেশ কয়েকটি বিদ্রোহী দলের সংঘর্ষে আসামে এ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১