ঢাকা: সামাজিত যোগাযোগ মাধ্যম টুইটারে বিশ্বের অতি ক্ষমতাবান ৬ রাজনীতিবিদের মধ্যে ঢুকে পড়েছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ষোড়শ লোকসভা নির্বাচনে প্রচার চালানোর সময় প্রধানমন্ত্রী হিসাবে গুজরাটের এই সাবেক মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরপরই হু হু করে বাড়তে থাকে টুইটারে তার অনুসরণকারীর সংখ্যা।
টুইটারে অতি ক্ষমতাবান বাকি পাঁচ বিশ্বনেতা হলেন- মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, ধর্মরাষ্ট্র ভ্যাটিকান প্রধান পোপ ফ্রান্সিস, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এস বি ইয়ুদুয়ানা এবং তুরস্কের রাষ্ট্রপতি আব্দুল্লাহ গুল।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে নিউইয়র্কভিত্তিক একটি বেসরকারি গবেষণা সংস্থার বরাত দিয়ে দ্য ইকোনোমিক টাইমস জানায়, প্রতি সপ্তাহেই মোদীর অনুসারীর সংখ্যা ৬ দশমিক ৭৭ করে বাড়ছে। এ হিসেবে প্রতিমাসে বাড়ছে গড়ে ১২ দশমিক ২২ করে এবং গত ৩ মাসে এই বৃদ্ধির হার ২৪ দশমিক ২৬।
এর আগে সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ দাবি করে, বিশ্বের যেকোনো নির্বাচিত নেতার চেয়ে মোদির ফেসবুক পেজ বেশি দ্রুততার সঙ্গে এগুচ্ছে।
উল্লেখ্য, ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় গত ১৬ মে। সেদিন মোদী যে টুইট করেন, তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে রেকর্ড গড়ে। তিনি আগামী ২৬ মে দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২৩, ২০১৪