ঢাকা: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করছেন না বলে রাষ্ট্রীয় টেলিভিশনের কাছে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আনাস আল ফিক্কি। খবর এপি’র।
জাতির উদ্দেশে দেওয়া মোবারকের ভাষণের প্রাক্কালে ফিক্কির করা এ বিষয়ক একটি মন্তব্য স্ক্রল আকারে প্রচার করছে সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন।
এর আগে বিক্ষোভকারীদের দাবির মুখে মোবারক পদত্যাগ করতে পারেন বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল।
কিন্তু তথ্যমন্ত্রীর এ মন্তব্য অন্য এক সম্ভাবনা জাগিয়ে তুলেছে। সেটি হচ্ছে হয়তো মোবারক তার নির্বাহী ক্ষমতা ছেড়ে শুধু প্রেসিডেন্ট পদবী আকড়ে ধরতে পারেন।
এর আগে খুব শিগগিরই বিক্ষোভকারীদের দাবির প্রতি সাড়া দিয়ে মোবারক পদত্যাগ করতে যাচ্ছেন বলে দেশটির মতাসীন দলের প্রধান আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার রাতের মধ্যেই মোবারক পদত্যাগ করতে পারেন এবং নতুন ভাইস প্রেসিডেন্টের কাছে মতা হস্তান্তর করতে পারেন বলে নিউইয়র্ক টাইমস, ফক্স নিউজ ও বিবিসি সংবাদ প্রকাশ করে।
সেনাবাহিনীর উচ্চ পরিষদে এ বিষয়ে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং খুব শিগগিরই তারা একটি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন বলে এক সেনা কর্মকর্তা জানান।
এ বিষয়ে মোবারক জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেবেন বলে মতাসীন দলের প্রধান হোসেন বাদরাবি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানান।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১