ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি আপনার দোকানটি লুট করছি, স্যার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
আমি আপনার দোকানটি লুট করছি, স্যার!

সিয়াটল: ‘আপনি কি আমার একটি উপকার করতে পারবেন? আপনার ক্যাশ বাক্সটি খালি করুন এবং সব অর্থ ঠিক এখানে রাখুন, আমি আপনার দোকান লুট করছি, স্যার। ’

জবাবে দোকান মালিক বলেন, ‘আপনি কি নিশ্চিত?’, উত্তরে লোকটি বলে, ‘হ্যাঁ, আমি নিশ্চিত।

’ মালিক আবার প্রশ্ন করেন, ‘কেন আপনি এটি করতে চান?’

লোকটি প্রত্যুত্তরে বলে, ‘কারণ আমার অর্থ দরকার। আমার সন্তান আছে, ওদের খাবার-দাবার দরকার, স্যার। এটা করার জন্য আমি খুবই দুঃখিত। ’

এ সময় দোকানের মালিক লোকটিকে ৪০ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করলেও সে তা প্রত্যাখ্যান করে এবং পুরো ৩০০ ডলার নিয়ে নেয়। তবে একইসঙ্গে সম্ভব হলে সে এ অর্থ ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি করে।

বন্দুকের ভয় দেখিয়ে গত শনিবার এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি গ্যাস স্টেশনে এভাবেই ডাকাতি করেছেন বলে পাওয়া গেছে।

ডাকাতির সময় এ বিনয়ের জন্য গ্যাস স্টেশনটির মালিক জন হেনরির তার প্রতি যদি সহানুভূতি জেগে থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই।

তবে ডাকাতির সময় ‘স্যার’ বলার পরেও আইনজীবী বা সরকারি কর্মকর্তাদের কৃপা পাচ্ছেন না ওই বিনয়ী ডাকাত।

সন্দেহভাজন ওই ডাকাতের নাম গ্রেগরি হেস (৬৫)। পর্যবেক্ষণ ক্যামেরায় শনিবারের ডাকাতির ঘটনা ধরা পড়ার পর হেসকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগেও তিনি কয়েকবার কারাবাস করেছেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।