ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বব ডিলনের জন্মদিন শনিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২৪, ২০১৪
বব ডিলনের জন্মদিন শনিবার

ঢাকা: ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম শিল্পী বব ডিলনের জন্মদিন শনিবার।

বব ১৯৪১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিনেসোটার ডুলুথ গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পুরো নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। তবে তিনি বব ডিলন নামেই বিশ্বব্যাপী সুপরিচিত।

বব ১৯৫৯ সালের সেপ্টেম্বরে ইউনিভার্সিটি অব মিনেসোটাতে ভর্তি হন। সে সময় অ্যাকুস্টিক গিটার ব্যবহৃত হয় এমন গানে ববের ঝোঁক ছিল বেশি। আর তাই তো নিজ ইউনিভার্সিটির মার্ভিন কার্লিন্সের কাছে গিটার প্রশিক্ষণ নেন তিনি।

বব ডিলনের শ্রেষ্ঠ কাজের মধ্যে বেশ কয়েকটি ১৯৬০ এর দশকের। এ সময়কালের আমেরিকান অস্থিরতার প্রতীক হিসেবে তাকে বিবেচনা করা হয়।

ববের রয়েছে ৩৫টি স্টুডিও অ্যালবাম, ৫৮টি একক অ্যালবাম, ১১টি লাইভ অ্যালবাম, দ্য বুটলেগ সিরিজের ১০টি অ্যালবাম ও ৩০টি মিশ্র অ্যালবাম।

এ ছাড়া তিনটি হোম ভিডিও, একটি বায়োগ্রাফি ও একটি ফিল্মোগ্রাফি। তার প্রথম দুটি অ্যালবাম প্রকাশ করে অ্যাসলুম রেকর্ডস।

এ দুটি অ্যালবামের নতুন সংস্করণসহ বাকি সকল অ্যালবাম প্রকাশ করে কলম্বিয়া রেকর্ডস।

সারা বিশ্বে ডিলনের ১০ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। তাকে ধরা হয় সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পীদের একজন।

বব ডিলনের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে- বব ডিলন (১৯৬২), দ্য টাইমস দে আর এ-চেঞ্জিং (১৯৬৪), ন্যাশভিল স্কাইলাইন (১৯৬৯), সেলফ প্রোট্টেট (১৯৭০), প্যাট গ্যারেট অ্যান্ড বিলি দ্য কিড (১৯৭৩), ডিজায়ার (১৯৭৬), ডাউন ইন দ্য গ্রোভ (১৯৮৮), গুড অ্যাস আই বিন টু ইউ (১৯৯২), টাইম আউট অব মাইন্ড (১৯৯৭), লাভ অ্যান্ড থেফ্ট (২০০১), টুগেদার খ্রু লাইফ (২০০৯), ক্রিসমাস ইন দ্য হার্ট (২০০৯) ও টেম্পেস্ট (২০১২)।

এছাড়া তার কিছু বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে- ক্রনিকলস (আত্মজীবনী), বব ডিলন : দ্য অ্যাসেন্সশিয়াল ইন্টারভিউ এবং দ্য বব ডিলন স্ক্যাপবুক (১৯৫৬-১৯৬৬)।

তাছাড়া ববের আঁকা ছবি নিয়ে অনেকগুলো প্রদর্শনীও হয়েছে।

তিনি ১১টি গ্রামি এ্যাডওয়ার্ড, ১টি গোল্ডেন গ্লোব ও ১টি একাডেমি অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। টাইম ম্যাগাজিনের বিংশ শতকের শ্রেষ্ঠ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে তার।

২০০৪ সালে রোলিং স্টোন ম্যাগাজিন প্রকাশিত সর্বকালের শ্রেষ্ঠ ১০০ গায়ক তালিকায় দ্য বিটলসের পর দ্বিতীয় অবস্থান দখল করেন। এছাড়া বেশ কয়েকবার  নোবেল সাহিত্য পুরস্কারের জন্যও মনোনীত হন বব ডিলন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।