লন্ডন: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে বলেছিলেন, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যেন ক্ষমতাচ্যুত না করা হয়। সম্প্রতি উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তায় থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
ওই তারবার্তায় বলা হয়, মোবারক সাবধান করে জানিয়েছিলেন, তার এ উপদেশ অগ্রাহ্য করে ইরাকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, বিশেষ করে ইরানের হুমকি বাড়বে। ২০০৮-এ কায়রোর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে প্রাতরাশের সময় তিনি এসব কথা বলেন।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনেটর বাইরন ডরগ্যানকে বলেন, যুক্তরাষ্ট্রের উচিৎ এই অঞ্চলে তার বন্ধুদের কথা শোনা।
তিনি আরও বলেন, ‘জর্জ বুশ সিনিয়র প্রেসিডেন্ট থাকাকালে আমার উপদেশ শুনতেন। তার ছেলে আমার কথা শোনে না। ’ এ তারবার্তাটির তারিখ দেওয়া আছে ১৪ জানুয়ারি, ২০০৯।
মোবারক বলেন, ‘প্রেসিডেন্ট বুশ সিনিয়র প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাক আক্রমণের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি নিষেধ করে বলেছিলাম, আপনি বের হতে পারবেন না এবং ইরাকে ডুবে যাবেন। ’ মোবারক একইবার্তা বর্তমান প্রশাসনকে দিতেও চেয়েছিলেন।
ওই তারবার্তায় মোবারক বলেন, ‘আমি ডিক চেনিকে তিন থেকে চারবার বলেছিলাম ইরাকের একজন শক্তিশালী নেতা প্রয়োজন। আর সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা বুদ্ধিমানের কাজ হবে না। দুর্ভাগ্যক্রমে তিনি আমার উপদেশ শোনেননি তিনি। ’
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১