নিউইয়র্ক: সামরিক ক্যু’র কারণে থাইল্যান্ডে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য সামরিক খাত ও অন্য সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ এ তথ্য জানান।
এছাড়া থাইল্যান্ডের সঙ্গে উচ্চ পর্যায়ের (সিএআরএটি) সামরিক অভিজ্ঞতা বিনিময়ও স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স।
মেরি হার্ফ আরও জানান, আগামী ২৬ মে যুক্তরাষ্ট্র সরকারের স্পন্সর করা থাইল্যান্ডের রয়্যাল পুলিশের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর, রয়্যাল পুলিশের যুক্তরাষ্ট্রে এফবিআই’র সুবিধাদি পরিদর্শনসহ যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উপ-মুখপাত্র মেরি হার্ফ অনতিবিলম্বে থাইল্যান্ডে রাজনৈতিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, গ্রেফতার করা রাজনৈতিক নেতাদের মুক্তি, আগাম নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানাতে থাই সমারিক বাহিনীর প্রতি জোর আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, মে ২৫, ২০১৪