ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কূটনীতিককে বিচারিক রিমান্ডে নিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
মার্কিন কূটনীতিককে বিচারিক রিমান্ডে নিয়েছে পাকিস্তান

লাহোর: পাকিস্তানের দুই নাগরিককে হত্যা মামলায় আটক মার্কিন কূটনীতিক রেমন্ড ডেভিসকে শুক্রবার বিচারিক রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময় সব ধরনের হত্যাসংক্রান্ত তদন্ত কাজ ও আইনী লড়াই মুলতবি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



এ বিষয়ে পাঞ্জাব সরকারের কৌঁসুলি আবদুল সামাদ সাংবাদিকদের বলেন, ‘তাকে ১৪ দিনের জন্য বিচারিক রিমান্ডে নেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। ’

তবে তদন্ত সম্পন্ন না হওয়ায় শুক্রবার আদালতে পুরো প্রতিবেদন উপস্থাপন করা হয়নি।  

গ্রেপ্তারের ১৫ দিন পর রেমন্ড ডেভিস নামের ওই মার্কিন কূটনীতিক কড়া পুলিশি পাহারায় লাহোরের আদালতে হাজির করা হয়। গত মাসের শেষ দিকে মোটরবাইকে থাকা দুজন ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আত্মরক্ষার্থে তিনি গুলি করেছেন বলে প্রথম থেকেই দাবি করে আসছেন ডেভিস।

কিন্ত দিনের আলোয় ব্যস্ত সড়কে দুজন ব্যক্তিকে হত্যা করা পরিষ্কার হত্যাকাণ্ড বলে শুক্রবার তার আত্মরক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি পুলিশ।

এ বিষয়ে লাহোর শহরের পুলিশের প্রধান আসলাম তারেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশের তদন্ত ও ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী একে আত্মরক্ষা বলা যায় না। তিনি তাদের বেঁচে থাকার কোনো সুযোগ দেননি। ’
 
‘এ কারণে আমরা একে আত্মরক্ষা বলতে পারছি না। এটা প্রমাণিত এবং এটা পরিষ্কার হত্যাকাণ্ড। এ কারণেই তার আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ’

কিন্তু পাকিস্তান তাকে বেআইনিভাবে আটকে রেখেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ডেভিস ইসলামাবাদের মার্কিন কূটনীতিক হওয়ায় তার দ্রুত মুক্তির দাবি করে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে ডেভিসকে মুক্তি দেওয়া না হলে পাকিস্তানে অর্থ সহায়তা বন্ধেরও হুমকি দেয় মার্কিন আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।