ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার হত্যাকাণ্ডে জড়িত শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৫, ২০১৪
ক্যালিফোর্নিয়ার হত্যাকাণ্ডে জড়িত শনাক্ত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চালকের গুলিতে ছয়জন নিহত হওয়ার একদিন পর হত্যাকারীকে শনাক্ত করেছে মার্কিন পুলিশ। শনাক্তকৃত হত্যাকারী এলিয়ট রজার (২২) হাঙ্গার গেমস এর সহকারী পরিচালক পিটার রজারের ছেলে।



এর আগে গত শনিবার ক্যালিফোর্নিয়ার সান্তাবারবারা শহরের ইসলা- ভিস্তা অঞ্চলে এ হত্যাকাণ্ড চালান এলিয়ট। অবশ্য পরে পুলিশের পাল্টাগুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় আরও  সাতজন মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

কিভাবে মহিলাদের  হত্যা করবেন তার পরিকল্পনা করে একটি ভিডিও ইউটিউবে ছেড়েছিলেন তিনি। ওই ভিডিওতে দেখা যায় এলিয়ট একজন মহিলা দ্বারা প্রত্যাখাত হওয়ার পর তিনি প্রতিশোধ নেওয়ার জন্যই হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করেন।

ভিডিওতে তিনি বলেন, “আমি মানবতার বিরুদ্ধে প্রতিশোধ নেব। এ জন্য আমি ইসলা-ভিস্তার শিক্ষার্থী ও বাসিন্দাদের হত্যা করব। ”

এদিকে এলিয়টের বাবা পিটার রজারের আইনজীবী বলেছেন, পিটারের ছেলেই যে হত্যাকাণ্ড চালিয়েছেন তা তিনি স্বীকার করেছেন। ইউটিউবে ভিডিও প্রকাশ হওয়ার পর পিটার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও দাবি করেছেন তার আইনজীবী এলান শিফম্যান। তিনি আর বলেন, তার ছেলে আত্মহত্যা কিংবা মানুষকে হত্যা করতে পারেন বলে পুলিশকে সতর্ক করেছেন পিটার।

** ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৭

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।