ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা শুভংকর

২ মাসের বাচ্চা বলছে ‘আই লাভ ইউ’ (ভিডিওসহ)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪
২ মাসের বাচ্চা বলছে ‘আই লাভ ইউ’ (ভিডিওসহ)

 

ঢাকা: ১৫ থেকে ১৮ মাস বয়সে বাচ্চারা কথা বলা শুরু করলেও ৮ থেকে ১০ মাসেই তাদের আধো-আধো বোল শুরু হয়। কিন্তু সামাজিক যোগাযোগের সাইট ইউটিউবে এক মায়ের আপলোড করা তার ২ মাস বয়সী বাচ্চার ‘আই লাভ ইউ’ বলার একটি ভিডিও ইতিমধ্যে সাড়া ফেলেছে প্রায় ৪০ লক্ষ দর্শকের মাঝে।



ভিডিওটিতে দেখা যায় যে, মেয়ে বাচ্চাটি তার বাবার কোলে বসে বাবা তাকে ‘ভালোবাসি’ বলার উত্তরে সেও বলে ‘ভালোবাসি’।

স্ট্যাফিনি প্যাসালাকোয়া নামের ওই নারী জানান, বাচ্চাটি সবসময় তার বাবার কথার উত্তরে কিছু একটা বলতে চাইত; এটা লক্ষ্য করে তার বাবা তাকে শুনিয়ে ‘আই লাভ ইউ’ বললে সে-ও তার প্রতি উত্তরে তার বাবাকে ‘আই লাভ ইউ’ বলে।

অবশ্য স্ট্যাফিনি কোথাও তার বিস্ময়-বালিকার নাম উল্লেখ করেননি; শুধু জানিয়েছেন, ভিডিওটি বেশ কিছুদিন আগের হলেও তার বাবার ছোট্ট পরি এখন আগের চেয়ে আরো বেশি বেশি করে তার বাবাকে জানায় ভালোবাসার কথা!

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।