ঢাকা: সবচেয়ে কমবয়সী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের রেকর্ড গড়লেন মালাভাত পূর্ণা।
অবশ্য মাত্র ১৩ বছর বয়সেই এভারেস্ট শৃঙ্গে পা রাখা মালাভাত পূর্ণাকে ঠিক নারী না বলে কিশোরী বলাই উত্তম।
তবে নারী আর কিশোরী যাই বলা হোক না কেন, ভারতের অন্ধ্রপ্রদেশের ছাত্রী মালাভাত পূর্ণাই এখন এভারেস্ট শীর্ষ জয় করা সর্বকনিষ্ঠ মহিলা অভিযাত্রী।
নবম শ্রেণীর ছাত্রী মালাভাতের সঙ্গেই এভারেস্ট আরোহন করে তার সহ-অভিযাত্রী ১৬ বছরের সাধানপাল্লি আনন্দ।
তারা দুজনেই অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বাসিন্দা। আনন্দ ও পূর্ণা অন্ধ্রপ্রদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটির সদস্য। টানা ৫২ দিনের পর্বতারোহণ শেষে শনিবার সকালে বিশ্বের সর্বোচ্চ বিন্দুতে পা রাখেন তারা।
অন্ধ্রপ্রদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটির তরফে প্রাথমিক ভাবে এভারেস্ট-যাত্রার জন্য ১৫০ জন ছাত্র-ছাত্রীকে বেছে নেওয়া হয়। সেখান থেকে চূড়ান্ত যাত্রার জন্য মনোনীত হন পূর্বা ও আনন্দ। শৃঙ্গ বিজয় শেষে তারা দুজনেই নিরাপদে বেস ক্যাম্পে ফিরে এসেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, মে ২৫, ২০১৪