ঢাকা: ৮৩ বছরের এক বৃদ্ধের গালে শুভেচ্ছার চিহ্ন হিসেবে আলতো চুমুর পরশ বুলিয়ে দিয়েছিলেন ৪১ বছরের এক নারী।
পশ্চিমা বিশ্ব তো বটেই পৃথিবীর প্রায় সব দেশেই এ ঘটনা নিতান্তই স্বাভাবিক।
ভুক্তভোগী নারীর নাম লাইলা হাতামি, ঘটনাটি ঘটে চলচ্চিত্র তীর্থ ফ্রান্সের কানে, আর চাবুকের দণ্ডের শঙ্কা অপেক্ষা করছে ইরানে।
যারা এ বছরের কানের চলচ্চিত্র উৎসবের খোঁজ খবর রাখছেন তারা ইতোমধ্যেই হয়তো বুঝতে পেরেছেন আলোচনাটা হচ্ছে কি নিয়ে।
জুরি হিসেবে কানে ডাক পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি অভিনেত্রী লাইলা হাতামি। দিনকয় আগে সেখানেই এক অনুষ্ঠানে শুভেচ্ছার বহি:প্রকাশ হিসেবে ৮৩ বছর বয়সী অভিনেতা জাইলস জ্যাকবের গালে চুমু দিয়েছিলেন তিনি।
কিন্তু বিধি বাম! সেই ছবি পৌঁছে গেছে ইরানের রক্ষণশীল কর্তৃপক্ষের নজরে। ওই চুমুর জেরে এখন দেশে ফেরাই মুশকিল লাইলা হাতামির।
এ ঘটনার তীব্র সমালোচনা করেছে ইরানের রক্ষণশীল রেভ্যুলশনারি কাউন্সিল। পাশাপাশি লাইলা হাতামির দৃষ্টান্তমূলক শাস্তি (পড়ুন ৫০ ঘা চাবুক) দাবি করেছে ইরানের রক্ষণশীল রেভ্যুলশনারি গার্ড বা বাসিজের ছাত্র সংগঠন হিজবুল্লাহ।
অবশ্য, ইতোমধ্যেই চুমু খাওয়ায় অপরাধে ক্ষমা চেয়েছেন অস্কার জয়ী ইরানি চলচ্চিত্র ‘সেপারেশন’ খ্যাত অভিনেত্রী লাইলা হাতামি।
তবে ঘটনা এত সহজে মিটছে না বলেই ধারণা। হিজবুল্লাহ স্টুডেন্টস অরগাইনাইজেশন নাকি এ ঘটনায় লাইলা হাতামির শাস্তি চেয়ে ইতোমধ্যেই মামলা করেছে। তাদের দাবি এ ঘটনায় নাকি বিশ্বে ইরানি নারীদের চারিত্রিক সৌন্দর্যে কলঙ্ক লেপন করেছে।
যদি বিচারে দোষী সাব্যস্ত হন তবে লাইলা হাতামির জন্য ইরানের আইনঅনুযায়ী অপেক্ষা করছে ৫০ ঘা চাবুক।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ২৫, ২০১৪