ঢাকা: ইউক্রেনে সরকারি বাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চিত্রগ্রহণকালে রুশ দোভাষীসহ ইতালির এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন।
রোববার ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলে সংঘর্ষে তারা দু’জন নিহত হন।
মার্কিন সংবাদ সংস্থা এপি আন্দ্রে রোঁচেলি (৩০) নামে ওই সাংবাদিক এবং তার সমবয়সী দোভাষী আন্দ্রে মিরোনভের মৃত্যুর খবর জানালেও তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি। এছাড়া, কীভাবে তারা নিহত হয়েছেন এ ব্যাপারটি স্পষ্ট করা হয়নি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৫, ২০১৪