কায়রো: বিক্ষোভকারীদের তীব্র বিরোধিতার মুখে গদি ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। ৩০ বছরের ক্ষমতা ছেড়ে যাওয়ার পর দেশটির শাসনভার নিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার মোবারকের ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান।
বিক্ষোভকারীরা পতাকা উড়িয়ে, অভিনন্দন জানিয়ে, পরস্পরের সঙ্গে আলিঙ্গন করে ও গাড়ির হর্ন বাজিয়ে মোবারকের পদত্যাগ উদযাপন করেছেন। তারা স্লোগান দেন, ‘জনতা এই শাসনের পতন ঘটিয়েছে। ’
সুলেইমান বলেন, সশ্রস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্বের হাতে মোবারক ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘পরম দয়ালু ঈশ্বরের নামে শুরু করছি, ধৈর্য্যশীল নাগরিকেরা শুনুন: মিশরে চলমান কঠিন দিনগুলোর মধ্যে প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশের শাসনভার সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের হাতে অর্পণ করেছেন। ’
রাজধানীর তাহরির স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভের ১৮তম দিনে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। এ মুহূর্তে লাখ লাখ মানুষ তাহরির স্কয়ারে রয়েছেন।
এর আগে, সংবাদমাধ্যমগুলো জানায়, বিক্ষোভকারীদের তীব্র বিরোধিতার মুখে কোনো ঘোষণা ছাড়াই কায়রো ছেড়ে `পালিয়ে গেছেন` ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। তার সঙ্গে গেছেন সেনাবাহিনীর প্রধান। সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার এ তথ্য জানান।
ওই সূত্র জানায়, মোবারক তার পুরো পরিবার নিয়ে কায়রো ত্যাগ করেছেন। এ মুহূর্তে তিনি লোহিত সাগর তীরবর্তী অবকাশকেন্দ্র শারম আল শেখ-এ অবস্থান করছেন বলে জানা গেছে। মিশরীয় টেলিভিশন আল আরাবিয়ার বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস নিউজ (আইবিটি) ও ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানায়, মোবারক তার পরিবার পরিজনসহ এখন শারম আল শেখ-এ অবস্থান করছেন।
তবে আইবিটি হোসনি মোবারকের গোপনে কায়রো ত্যাগকে `পালিয়ে যাওয়া` (মোবারক হ্যাজ ফ্লেড দ্য কান্ট্রি) বলে উল্লেখ করে।
এমনও দাবি করা হয়, দুর্বার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মোবারকের স্ত্রী ও তার ছেলে গত মাসেই দেশ ছেড়েছেন । ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন ধারণার কথা জানায়
আরেকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আল অ্যারাবিয়া জানায়, অজানা গন্তব্যের উদ্দেশে সপরিবারে কায়রো ত্যাগ করেছেন মোবারক।
বৃহস্পতিবার রাতে মোবারক চতুর্থবারের মতো টেলিভিশনের সামনে আসেন। এতে তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, নির্বাচনের আগে এ মুহূর্তে তিনি ক্ষমতা ছাড়বেন না।
এর আগে, সবাই আশা করেছিল হোসনি মোবারক পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন। এমনকি তার পার্টি এনডিপির মহাসচিব পর্যন্ত তার পদত্যাগের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
এর আগে বৃহস্পতিবার সিআইএ পরিচালক লিওন প্যানেট্টা হোসনি মোবারক ক্ষমতা ছাড়তে পারেন বলে জোর আভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মিশরের জনগণ এখন পরিবর্তন দেখার জন্য মরিয়া।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১