ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ২৬, ২০১৪
প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ নরেন্দ্র দামোরদাস মোদী

ঢাকা: ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র দামোরদাস মোদী। সোমবার স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে প্রেসিডেন্ট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে (ফোরকোর্টে) আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি।



মোদীসহ তার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের এ শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধান কিংবা তাদের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। উপস্থিত রয়েছেন ভারতের সাবেক মন্ত্রী ও রাজনীতিকরা। এছাড়া, উপস্থিত হয়েছেন রুপালি পর্দার কলাকুশলীরাও।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদী ও তার সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও। এছাড়া, আছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং, নেপালের প্রধানমন্ত্রী শুশিল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেনসহ আমন্ত্রিত বিশ্ব নেতারা।

দেশি অতিথিদের মধ্যে শপথ অনুষ্ঠানে আছেন সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।

 

** ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠান শুরু

 

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৬, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।