ঢাকা: দিনভর সংঘর্ষের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক বিমানবন্দর পুরোপুরি দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।
সংঘর্ষে রাশিয়াপন্থি অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকোভ এক বিবৃতিতে বলেন, এয়ারপোর্ট পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কিছুই হয়নি।
এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী পেট্রো পোরোশেনকো যেকোনো ধরনের সন্ত্রাসীদের মোকাবেলার করার হুমকি দেন।
এদিকে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এক বিবৃতিতে জানায়, তাদের পাঠানো চার মনিটরিং টিম সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
নিয়মিত মিশনের অংশ হিসেবে পূর্ব দোনেস্কে তাদের পাঠানো হয়েছিল। সোমবার বিকেলের পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না। এদের মধ্যে একজন টার্কিশ, সুইস, এস্তোনিয়ান এবং ড্যানিশ রয়েছেন। সবাই পুরুষ।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ২৭, ২০১৪