ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আলজেরিয়াতে প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, ফেব্রুয়ারি ১২, ২০১১
আলজেরিয়াতে প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার

আলজিয়ার্স: পরিকল্পিত সরকার বিরোধী সমাবেশকে সামনে রেখে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এ দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে।

সরকার যে কোন প্রকার বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করলেও বিরোধীরা এবং মানবাধিকার কর্মীরা বলেছে,তারা যে কোনমূল্যে প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাবে।

ব্যাপক স্বাধীনতার লক্ষ্যে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর মত আলজেরিয়াতেও সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ লক্ষ্য করা গেছে।    

উল্লেখ্য,১৯৯২ সাল থেকে জরুরি অবস্থা জারি থাকায় দেশটিতে যে কোন প্রকার বিক্ষোভ- সমাবেশ নিষিদ্ধ।

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ উদযাপন উপলক্ষে শুক্রবার জনতার এক সমাবেশ পন্ড করে দিয়েছে পুলিশ। বিবিসি’র সোলে আরনল্ড আলজিয়ার্স থেকে জানান,সরকার তিউনিসিয়া এবং মিসরের মতো যে কোন গণঅভ্যুথান ঠেকাতে বদ্ধপরিকর।

বিরোধী দল কালচার অ্যান্ড ডেমোক্রেসি (আরডিসি)’র মুখপাত্র মোহসেন বেলাবিস ছোট্ট এক সমাবেশ থেকে জানান, আমরা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাব। রয়টার্সকে তিনি জানান, আলজেরিয়ার গণতন্ত্রের জন্য একটা মহৎতম দিন অপেক্ষা করে আছে। রয়টার্স জানায়,পুলিশের অতিরিক্ত উপস্থিতি  আলজেরিয়ার জন্য স্বাভাবিক হলেও সমাবেশ শুরুর আগে স্থানীয় সময় সকাল ১১টায় অধিক সংখ্যায় পুলিশ মোতায়ন করা হয়। এক মে স্কোয়ারের সমাবেশ স্থলে কমপক্ষে পুলিশের ১৫টি ভ্যান,জিপ এবং বাস লাইন ধরে দাঁড়িয়েছিল। রাজধানীর সংযোগ স্থলগুলোর সর্বত্র ছোট আকারের সেনা যানবাহন পার্ক করা ছিল।       

এ মাসের প্রথম দিকে মন্ত্রীদের উপস্থিতিতে এক বৈঠকে রাষ্ট্রপতি আব্দেল আজিজ বুতেফিকা শ্রীঘ্রই জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন। রাষ্ট্রচালিত গণমাধ্যম এ কথা জানায়। তিনি আরো বলেন, রাজধানী ছাড়া অন্য যে কোন স্থানে প্রতিবাদ সমাবেশের অনুমতি দেয়া হবে।

বাংলাদেশ সময় :১৫৪৯ ঘণ্টা ,ফেব্রুয়ারি ১২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।