ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, ফেব্রুয়ারি ১৩, ২০১১
নাইজেরিয়ায় পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানী

পোর্ট হার্কুট: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের পোর্ট হারকোর্টে তেল উৎপাদনের এলাকার নাইজার ডেল্টা অঞ্চলে শনিবার পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন আরও ২৯ জন।

প্রেসিডেন্ট গুডলাক জোনাথানের পক্ষে নির্বাচনী প্রচার অভিযান চালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
 
স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী জানেয়েছেন, জোনাথানের বক্তব্যের পর এক নিরাপত্তা কর্মীর ফাঁকা গুলির আওয়াজ থেকে আতঙ্ক ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।

এতো মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট জোনাথান৷

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।