পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার করাচির একটি দুর্নীতিবিরোধী আদালত এই পরোয়ানা জারি করেন।
ক্ষমতায় থাকাবস্থায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেড ডেভলপমেন্ট অথরিটি অব পাকিস্তানে (টিডিএপি) আর্থিক অনিয়মের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
একইসঙ্গে আদালত আগামী ১৭ জুন পর্যন্ত শুনানি স্থগিত করেছেন।
ফাহিম বাণিজ্যমন্ত্রী থাকাকালে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এর আগে এই দুইজনের বিরুদ্ধে তিনবার নোটিশ জারি করেছিলেন আদালত।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৪