ঢাকা: এখন পর্যন্ত নিজে মুখ না খুললেও অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। সেই গুঞ্জন বৃহস্পতিবার আরও উসকে দিলেন খোদ হিলারি।
অন্য গণমাধ্যমগুলো অন্ধকারে থাকলেও যুক্তরাষ্ট্রেরই সাময়িকী ‘পিপল ম্যাগাজিন’র ওয়াশিংটন ব্যুরো চিফ সান্দ্রা সাবিরাজ ওয়েস্টফল ছিলেন ওবামা-হিলারির এ মধ্যাহ্নভোজে। মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আগে হিলারির সঙ্গে ছবি তুলে সেটি সাময়িকীর কার্যালয়ে পাঠান ওয়েস্টফল। আর সেটিই টুইটারে প্রকাশ করে দেয় পিপল ম্যাগাজিন।
তবে, হোয়াইট হাউস এ ব্যাপারে কিছু জানাতে অনাগ্রহ প্রকাশ করায় গণমাধ্যমগুলো পিপল ম্যাগাজিনের কাছেই ধরনা দেয়, কিন্তু ততক্ষণে টুইটটি সরিয়ে নেওয়া হয়। অবশ্য, ছবিটি মুছে ফেলার আগেই স্ক্রিনশট নিয়ে নেন অনেকে।
রয়টার্স, ইয়াহু নিউজসহ সংবাদ মাধ্যমগুলো হোয়াইট হাউস সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, বৃহস্পতিবার বিকেলে মধ্যাহ্নভোজে মিলিত হন প্রেসিডেন্ট ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি।
এই মধ্যাহ্নভোজ ওবামার কার্যসূচিতে ছিল না বলেও জানায় অপর একটি সূত্র।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন পত্নী ও বর্তমান প্রেসিডেন্ট ওবামার প্রথম দফার পররাষ্ট্রমন্ত্রী হিলারি অবশ্য আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা তা জানাননি। তবে তিনিই ডেমোক্রেটিক পার্টির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বলে মনে করা হচ্ছে।
এছাড়া কোনো কোনো সূত্র বলছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ব্যাপারে কথা বলতেই গণমাধ্যমকে এতোটা অন্ধকারে রেখে মধ্যাহ্নভোজ সেরেছেন প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
হিলারির প্রকাশক জানিয়েছেন, ‘হার্ড চয়েসেস’ নামে হিলারির আত্মজীবনী প্রকাশ করা হচ্ছে আগামী ১০ জুন। সেখানে প্রেসিডেন্ট ওবামার প্রথম পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকবে হিলারির।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১৪