ভারতের উত্তর প্রদেশে দুই বোন ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো ভারতেই চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে পুলিশের দায়িত্ব অবহেলায় অভিযোগ উঠেছে।
এরইমধ্যে শুক্রবার ইউনিয়ন নারী ও শিশু উন্নয়ন বিষয়কমন্ত্রী মানেকা গান্ধি দ্রুত ধর্ষণের বিচারকার্য শেষ করতে ‘রেইপ ক্রাইসিস সেল’ গঠন করা হবে বলে জানিয়েছেন।
এছাড়া উত্তর প্রদেশের বদুউন গ্রামের দুই বোন ধর্ষণ ঘটনায় সিবিআই তদন্তে আশ্বাস দিয়েছেন।
ভারতের বার্তা সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাতকারে মানেকা গান্ধি বলেন, দুই বোনের জন্য পুলিশের অবহেলাও সমানভাবে দায়ী। এখনও পুলিশ সঠিকভাবে চলছে না। ঘটনার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যকে এখনই বহিষ্কার করা উচিত।
বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের বদুউন জেলায় গাছে ঝোলানো অবস্থায় ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের পর তাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে পাষণ্ডরা।
মেয়ে দু’টির পরিবার জানায়, আগের দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে অপহৃত হয় এই দুই বোন। একদিন পর পাশের আমবাগানে পাওয়া যায় তাদের ঝুলানো লাশ।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৪