ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের পার্লামেন্টে নতুন আট মন্ত্রীকে অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
ইরাকের পার্লামেন্টে নতুন আট মন্ত্রীকে অনুমোদন

বাগদাদ: ইরাকের পার্লামেন্ট রোববার নতুন আট মন্ত্রীকে অনুমোদন দিয়েছে। পার্লামেন্টের এক সূত্র এ তথ্য জানিয়েছে।



প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির উপস্থাপিত আট প্রার্থীর পক্ষে আইনপ্রণেতারা তাদের সমর্থন ব্যক্ত করেছেন। নতুন মন্ত্রীরা বিদ্যুৎ, বাণিজ্য ও নগর ইত্যাদি দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

তবে সংবেদনশীল প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরগুলো এখনো শূন্য রয়েছে।

পার্লামেন্ট একইসঙ্গে তিনজন ভাইস প্রেসিডেন্টের অনুমোদন দিয়েছে। এদের মধ্যে দুই শিয়া ও একজন সুন্নি সম্প্রদায়ের। দীর্ঘ আট মাসের অচলাবস্থার পর গত নভেম্বরে শিয়া, সুন্নি ও কুর্দিদের সমন্বয়ে সরকার গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।