ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বোমা ফাটানোর মতো খবর ঘোষণা করেছেন। শুক্রবার হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে ওবামা বলেন, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নি শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন।
এসময় জে কার্নি ওবামার পাশেই ছিলেন। ওবামা কার্নিকে ওয়াশিংটনের তার ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে মন্তব্য করেন।
কার্নির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তাকে খুবই মিস করব। পদত্যাগের পরও বন্ধু ও উপদেষ্টা হিসেবে তার ওপর আমাকে নির্ভর করতে হবে।
এর আগে কার্নি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন। তারও আগে তিনি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ওয়াশিংটনের ব্যুরো চিফ ছিলেন।
২০১১ সালে তিনি হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান।
কার্নির স্থলাভিষিক্ত হচ্ছেন প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি জোশ আর্নেস্ট।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ৩১, ২০১৪