ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে বাধা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে বাধা

সানা: ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে অপসারণের দাবিতে আয়োজিত হাজার হাজার মানুষের মিছিলে শনিবার সরকার সমর্থকরা দেশীয় ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। খবর রয়টার্সের।



এদিকে, প্রেসিডেন্ট সালেহ বিরোধী দল এবং বিক্ষোভকারীদের বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, ২০১৩ সালে মেয়াদ শেষ হওয়ার পরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।

এর আগে শনিবার সকালে সানা বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে। এ সময় তারা সরকার পতনের দাবিতে স্লোগান দিতে থাকে।

তিউনিসিয়া এবং মিশরের বিক্ষোভ সফল হওয়ায় অন্যান্য দেশের সাধারণ জনগণও সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠছেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।