নয়াদিল্লি: কাশ্মীর থেকে আধাবাহিনীর বাহিনীর ১০ হাজার সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছে ভারত। নয়াদিল্লির একজন শীর্ষ কর্মকর্তা রোববার এ তথ্য জানান।
গত ২০ বছর ধরে বিচ্ছিন্নতাবাদীরা ভারতশাসিত কাশ্মীরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। গত গ্রীষ্মে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে ১১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন কিশোর মারা গেলে বিক্ষোভ শুরু হয়।
ভারতের স্বরাষ্ট্রসচিব গোপাল পাল্লাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমার মনে হয়, এ বছর আমরা সহজেই ১০ হাজার সেনাসদস্যকে কাশ্মীর থেকে প্রত্যাহার করতে পারব। ’
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এ প্রত্যাহারের কাজ যেতে পারে। এতে সেখানে কোনো প্রভাব পড়বে না। পিল্লাই বলেন, ‘কাশ্মীরে প্রয়োজনের চেয়ে বেশি সেনা রয়েছে। ’
কাশ্মীরে এ মুহূর্তে ৭০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য ও এক লাখ থেকে দেড় লাখ সেনাসদস্য সদস্য রয়েছে।
কাশ্মীর রাজ্যের অনেক রাজনীতিক মনে করেন, অত্যধিক সংখ্যায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতির ফলে সেখানে সহিংসতার ঘটনা ঘটছে বেশি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১