ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, ফেব্রুয়ারি ১৩, ২০১১

সামারা: ইরাকে শনিবার যাত্রী বোঝাই একটি বাসে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



রাজধানী বাগদাদের ৬০ মাইল উত্তরের সামারা শহরে শিয়া মুসল্লিদের বহনকারী বাসটিতে বোমা হামলায় আরও ৬৪ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়।  

বাগদাদ থেকে ১১০ কিলোমিটার উত্তরে সুন্নি অধ্যুষিত এলাকায় ইমাম হাসান আল আসকারির মাজার থেকে ফেরার সময়  শিয়া মুসল্লিরা বোমা হামলার শিকার হন।  

শনিবার ইমাম হাসানের মৃত্যু দিবস পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।