ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ৩, ২০১৪
সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা: ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে বাশার আল-আসাদের জয়লাভের ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



প্রেসিডেন্ট পদে বাশারের সঙ্গে লড়াইয়ে নামা অপর দুই প্রার্থী হলেন- মাহের হাজ্জার ও হাসান আল-নওরি। তবে তারা তেমন পরিচিত নন বলে সংবাদ মাধ্যম জানায়।

এদিকে, নির্বাচনের দিনটিকে সিরিয়ার জন্য ‘ঐতিহাসিক’ দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ওয়েল আল-হালকি। জাতীয় পুনর্মিলন এবং নিরাপত্তার নিশ্চিতের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশজুড়ে এক কোটি ৫৮ লাখ ভোটার রয়েছেন। এছাড়া নয় হাজার ছয়শ’ ভোটকেন্দ্র রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত তিন বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে বহু মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।